ঢাকা: জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে জনগণের অশান্তিও বাড়ছে সাথে সাথে।
আগাম সতর্ক বার্তা দিয়ে দেয়া হয়েছে এই বিষয়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে আগামীতে ঘন ঘন তাপপ্রবাহ দেখা দেবে এবং বর্ষায় আরও বেশি বৃষ্টি হবে বলে সরকারের এক প্রতিবেদনে সতর্ক করা দেওয়া হয়েছে।
সম্ভাব্য ‘সবচেয়ে খারাপ’ পরিস্থিতি হিসাবে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শতাব্দীর মধ্যেই দিনের তাপমাত্রা সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি তাপমাত্রা বাড়বে শীতকালেও। এবং ২১০০ সালের মধ্যে এই ঋতুর বিলুপ্তির আশঙ্কা পর্যন্ত করা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশের ভবিষ্যৎ জলবায়ু নামে বুধবার ঢাকার একটি হোটেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, সেখানে গ্রীষ্মের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়াকে ‘বাস্তবসম্মত’ প্রক্ষেপণ বলা হয়েছে।
এছাড়াও, বিশ্লেষকরা বলছেন, ২১০০ সালের মধ্যে শীতকাল মোটামুটি বিলুপ্ত হয়ে যেতে পারে। ওই সময় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এক থেকে দুই দিন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
