বান্দরবান: মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক নারী।

সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছুই প্রয়োজনীয় ব্যবস্থা নেই।

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা এর আগেও ঘটেছে। এবং উদ্বেগজনকভাবে বাড়ছে।

গত কয়েক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ১২ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

এইসব ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশের কুরুল কাটার জন্য মিয়ানমারে অনুপ্রবেশ করলে দুর্ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে তাঁর বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং গাছ বুনিয়া কারবারির মেয়ে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তাড়াতাড়ি কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *