ঢাকা: এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
বিজয়ের এই মাসে গভীর শ্রদ্ধার সাথে ৩০ লাখ শহিদ, সম্ভ্রমহারা ২ লাখ মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছেন ৭১ এর পক্ষের লোকেরা।
যাঁদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক।
তবে এই মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে প্রতিদিন। তাঁদের কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। তাঁদের অপরাধ তাঁরা মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন বাঙাল বলেন, একটা দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হওয়া যাবে, কিন্তু মুক্তিযোদ্ধা আর কোনদিন হওয়া যাবে না।
বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব সহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে৷
মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত পথিকৃৎ ও স্থাপনায় আঘাত সহ বিকৃত কার্যকলাপে খোদ ফ্যাসিস্ট ইউনূসের অবৈধ সরকারেরই সম্মতি দেখা যাচ্ছে।
জুতার মালা পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, এমনকি জেলে নিয়ে চিকিৎসা না দিয়ে জেল হত্যাও ঘটানো হচ্ছে।
এদেশের বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন, তাঁদের মর্যাদা যথাযতভাবে সমুন্নত রাখা আমাদের জাতিগত দায়িত্ব।
মহান মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি জামায়াতি ইউনূসের মব দেশবিরোধী ও রাষ্ট্রদ্রোহি। এদের রুখে দিতে হবে এখনই, নয়তো অদূর ভবিষ্যতে হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব।
