চট্টগ্রাম: ডাকাতি চারদিকে, প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটছে। গোটা দেশটাই ডাকাতি করার জন্য বসে আছেন প্রধান পদে মহাজন, আর এ তো ছোটখাটো ডাকাতি!
বোনের বিয়ের কেনাকাটা শেষে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে সঙ্গবদ্ধ ডাকাত চক্রের শিকার হয়েছেন বাঁশখালীর এক যুবক।
যুবককে মেরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। তবে জনগণের হাতে ধরা পড়েছে চক্রটির একজন সদস্য। পুলিশ থাকলে এই একজনও ধরা পড়তো না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা মেডিকেলের সামনে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম জিশু কান্তি সুশীল (৩০)।
ঘটনা সম্পর্কে ভুক্তভোগী জিশু কান্তি বলেন, ‘বোনের বিয়ের কেনাকাটা শেষ করে মইজ্জারটেক থেকে লোকাল যাত্রীবাহী সিএনজিতে উঠি। পথে সিএনজির অন্যান্য যাত্রী এবং চালকের যোগসাজশে তারা আমাকে কালাবিবির দিঘি মোড় থেকে আনোয়ারার রাস্তায় নিয়ে যায়। সেখানে আমাকে ছুরি ধরে মারধর করে মোবাইল ফোন, হাতের রুপার ব্রেসলেট এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।’
তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এবং একজনকে আটক করে।
