পটুয়াখালী : নারী ও শিশু ধর্ষণের সূচক আকাশচুম্বী বাংলাদেশে। একের পর এক ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। দেশে ঘর থেকে টেনে নিয়ে গিয়েও ধর্ষণ করা হচ্ছে মেয়েদের।

এবার পটুয়াখালী সদর উপজেলায় এক তরুণীকে বাগানে দলবদ্ধ ধর্ষণ করা হলো। ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। ঐ তরুণী নিজের ঘর থেকে পাশের একজন কাকার বাড়িতে যাওয়ার পথে মুখ চেপে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টা নাগাদ। ধর্ষকের দল রাতের বেলা এই কাণ্ড ঘটায়। নির্যাতিতা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ৩০, আরেকজনের ২২। নাম রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২)।

বাংলাদেশে ধর্ষণ এখন ডালভাত হয়ে গেছে। কিন্তু ধর্ষণ দমনে সরকারের নেই কার্যকরী পদক্ষেপ । নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার মাত্রা আগের সময়ের চেয়ে বেড়েছে। তবে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

মহিলা পরিষদ জানিয়েছে, গত মাসে ধর্ষণের শিকার ১৬৩ জনের মধ্যে ১২৫ জন কন্যাশিশু। তার মধ্যে ১৮ জন কন্যাশিশুসহ ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং দুই জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। দুই জন কন্যাশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করে। এছাড়াও ৫৫ জন কন্যাশিশুসহ ৭০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *