গাইবান্ধা: এটা পাপোষ নয়, এটা পতাকা, পায়ের নীচে নয়, এর স্থান মাথার ওপর!

এরা তো এখন স্বাধীন। জুলাই জঙ্গীরা এই জন্যই তো আন্দোলন করল। ইউনুস সাহেব এর জন্য এদের অনুদান দেবেন।

এই পতাকাটি ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদ ও দুইলক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশের পতাকা।

কিন্তু আমাদের মেধাবীরা নতুনভাবে যে স্বাধীনতা ৫ আগস্ট ২০২৪ তারিখে অর্জন করেছে সে দেশের তো আর কোনো নতুন পতাকা নেই।

তাই এই ছাত্র নামক কুলাঙ্গাররা পুরানো পতাকার সম্মানের তোয়াক্কা না করে পতাকার চরম অপমান করছে।

বাংলাদেশের ছাত্রদের আজ এই করুণ অবস্থা!

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে জুতা উড়িয়েছে এক যুবক। ঐ যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় তীব্র সমালোচনা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক ফ্ল্যাগ স্ট্যান্ডের রশিতে একটি জুতা লাগিয়ে ওপরে তুলছেন। এ সময় তার পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে বিষয়টি দেখছেন এবং হাসাহাসি করছেন। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেননি উল্টো মজা নিয়েছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার বিকেলেই অভিযুক্ত মারুফ হাসান মিরাজকে আটক করে।

সে উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের ছাত্র। এই হচ্ছে লাল বদরের শিক্ষা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *