ঢাকা: শত শত কোটি টাকা ব্যয় করে ১০৪ জনের বিশাল বহর নিয়ে ডক্টর ইউনুস এখন আমেরিকায়। যেখানে ১০ জন নিলেই হতো সেখানে ১০৪ জন কেন?
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকারের কাছে টাকা নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মানুষের কাছে হাত পাতেন।
আর ওই একই সরকার প্রয়োজনে অপ্রয়োজনে শত শত কোটি টাকার অপব্যয় করেন শুধুমাত্র মনোরঞ্জন আর বিদেশ ভ্রমণের জন্য?
বাংলাদেশের ভাগ্য তিনি পাল্টাবেন?
দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ এর জবাব চাইছে! কী বলবেন মহাজন?
অধ্যাপক ইউনূস গিয়েছেন জাতিসংঘের অনুষ্ঠানে। এবার তাঁর সফর সঙ্গী হয়েছেন ১০৪ জন! আগের সরকারকেও দেখতাম এভাবে দলে দলে মানুষ নিয়ে যেতেন। কিন্তু এই সরকারকে কেন ১০৪ জনকে নিয়ে যেতে হচ্ছে?
এই ১০৪ জনের দায়িত্ব তো ইউনূসের জানানো উচিত পুরো বাংলাদেশকে। মানে সেখানে গিয়ে কে কোন কাজ করছেন। কারণ বাংলাদেশের মানুষের টাকায় তাঁরা সেখানে গিয়েছেন।
১০৪ জনের দল ! বিষয়টা অনেকটা পিকনিকের মত।
এদিকে অ্যামেরিকায় গিয়েই গ্যাঁড়াকলে পড়েছেন, গ্যাঁড়াকল সৃষ্টিও করেছেন ইউনূস।
এক অনুষ্ঠানে দেখা গেলো, অধ্যাপক ইউনূস, তাসনিম জারা ও আখতারকে দেখিয়ে বলছেন- “These are the guys fighting on the street” এখন বুঝতে পারছি না, তিনি তো সাথে বিএনপি ও জামাতের নেতাদেরও নিয়ে গেছেন। তাহলে শুধু এদের দুইজনকে কেন পরিচয় করিয়ে দিলেন ফাইটার হিসাবে?
রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সাধারণ সভায় একপাল কট্টরবন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে কী বোঝালেন ইউনূস?
আসলে সাঙ্গোপাঙ্গো নিয়ে গিয়ে ইউনূস যে রাজনৈতিকভাবে কতটা ‘পঙ্গু’ তা বুঝিয়ে দিলেন বিশ্বকে।