চট্টগ্রাম: জুলাই কোটায় চট্টগ্রাম বন্দরে ৯ জন কথিত জুলাই যোদ্ধাকে গেজেটের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
তা বলতে হয় না কোটা না মেধা?? মেধা এইইই মেধা। কোথায় গেলো মেধা?
জুলাই জঙ্গীরা চাকরি পেয়ে গেলো। চট্টগ্রাম বন্দরে নয়জন ‘জুলাই যোদ্ধাকে’ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বলা হচ্ছে এক বছরের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের র্বোডসভার সিদ্ধান্তে সোমবার থেকে এক বছরের জন্য তারা নিয়োগ পেয়েছেন।
বিভিন্ন পদে এদেরকে বসানো হয়েছে। বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, হাইড্রোগ্রাফি বিভাগ, বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, নৌপ্রকৌশল বিভাগ, নৌবিভাগ, বিদ্যুৎ বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ ও পরিকল্পনা বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যে কথিত জুলাই যোদ্ধাদের নিয়োগ দেয়া হয়েছে: আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরোজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমীর হোসেন ও মো. ইব্রাহীম।
