ঢাকা: ঈদে ফ্লাইটে যাত্রীর চাপ বেড়ে যায় স্বাভাবিকভাবেই। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চলের সৈয়দপুর, রাজশাহী এবং দক্ষিণে কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর মধ্যে আগামি ২, ৫ এবং ৬ জুন ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে, ২, ৩, ৫ জুন ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে এবং ৯ জুন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইটগুলো চলবে।
গতকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঈদ উপলক্ষে ঘরের দিকে গমন করা যাত্রীদের চাহিদার কথা চিন্তা করেই নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইটগুলো পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান কর্তৃপক্ষ।