ঢাকা: বিশ্বব্যাপী সোনার দাম কমেছে,কিন্তু বাংলাদেশে কমেনি, বিশ্বের সবচেয়ে বেশি দাম বাংলাদেশে।
বিয়ের মতো অনুষ্ঠানে এখন সোনা দেয়া দায় হয়ে পড়েছে। বর্তমান সময়ে জুয়েলারি ব্যবসা আরও সংকটের মধ্যে পড়ে যাচ্ছে।
দেশের বাজারে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকা। ২০২৪ সালের শেষের দিকেও যখর দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।
দিনে দিনে সোনার দাম বাড়ছে। ছয় মাসের ব্যবধানে সোনার দামের ভরি বেড়েছে ৩১ হাজার ৭৫০ টাকা। মারাত্মক অবস্থা সোনার বাজারের।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বাংলাদেশের চেয়ে দুবাইয়ে ২৮ হাজার ৬৫৯ টাকা এবং ভারতে ১৬ হাজার ৯০৪ টাকা কমে কেনা যায়।
আর এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ ১১৭ গ্রাম বা ১০ তোলা ওজনের স্বর্ণবার অথবা ২৩৪ গ্রাম বা ২০ তোলা ওজনের রুপার বার সব ধরনের শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে প্রতি বছরে এক বার আমদানি করতে পারবেন।
কোনো যাত্রী বছরে একবারই শুল্ক দিয়ে একটি সোনার বার আনতে পারবেন।
জুয়েলার্স সমিতির একজন নেতা এই বিষয়ে বলেছেন, যেহেতু বৈধ পথে সোনা আমদানি হয় না, সে জন্য ব্যাগেজ বিধিতে অলংকার আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করাটা ভালো সিদ্ধান্ত হয়নি। এতে করে অবৈধ পথে সোনা আসা বাড়বে বলেই মনে করা হচ্ছে।