ঢাকা: বাংলাদেশে গুগল পে (Google Pay) আনুষ্ঠানিকভাবে ২৪ জুন ২০২৫ তারিখে যাত্রা শুরু করেছে।
সারাদেশেই কি সুবিধা পাওয়া যাচ্ছে?
সিটি ব্যাংকের কার্ডধারীরা তাদের সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে ব্যবহার করতে পারবেন ।
মঙ্গলবার রাতে রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।
বিশ্বজুড়ে ব্যবহৃত আধুনিক লেনদেন সেবাটি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ঢাকার সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায়।
এর মাধ্যমে গুগল পের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি পাচ্ছে ঢাকার সিটি ব্যাংক।
এই সেবা ব্যবহার করতে গ্রাহকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে বাংলাদেশের সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে।