ঢাকা: বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর।এবার ভারত আরো ঘা দিলো। মুহাম্মদ ইউনূসের হম্বিতম্বির ফল এগুলো।
বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। চাপানো হল বড় নিষেধাজ্ঞা।
বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ৯ পণ্য আমদানি নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার। শুক্রবার বৈদেশিক বাণিজ্য দফতর বা ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেডের তরফে এই নির্দেশিকা জারি করা হয়।
কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনা ফ্লেক্স কাপড় এবং বিশেষ ধরনের কাপড় সহ ৯ ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ৫ আগস্টের পর থেকে তলানিতে গিয়েছে।
আমদানি নিষিদ্ধের ফলে এবার বাংলাদেশের স্থলবন্দর দিয়ে আর এই জিনিসগুলি আমদানি করা হবে না।
জলপথে, মুম্বইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে।
আর স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে বাধা নেই।
নিষেধাজ্ঞার ফলে এবার বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়ছে ভারত। ইউনুসের হম্বিতম্বির জেরে মাথায় হাত পড়বে বাংলাদেশি ব্যবসায়ীদের।
বাংলাদেশের বিপুল রাজস্ব আয় হত এই পণ্যগুলি রফতানি করে। কিন্তু মুহাম্মদ ইউনূস তো জাতীয় স্বার্থ রক্ষা করতে গদিতে বসেননি। তাই এইসব দিকে তাঁর মাথা ঘামানো নেই।