ঢাকা: বিদেশফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এখন থেকে যাত্রীরা ব্যাগেজ রুলসের সুবিধায় বিনা শুল্কে বছরে একবার একটিমাত্র নতুন মোবাইল ফোন আনতে পারবেন। মঙ্গলবার এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রতি বছরে মাত্র একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন।
আর অতিরিক্ত মোবাইল ফোন আমদানি করার ক্ষেত্রে বিধি ১০ এবং অন্যান্য প্রচলিত বিধি প্রযোজ্য হবে।
এদিকে, একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমন- স্পিরিট, বিয়ার, ইত্যাদি) সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া আমদানি করতে পারবেন।
এটা হচ্ছে বিদেশি পাসপোর্টধারীদের জন্য। বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের জন্য মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি একেবারে নিষিদ্ধ রয়েছে।
তবে এই নিয়ে ক্ষোভ রয়েছে প্রবাসীদের মনে। একজন লিখেছেন:
‘এই আইনের পরিবর্তন চাই।অনেক বছর বিদেশ করে দেশে যাওয়ার সময় বিনা শুল্কে শুধু একটি নতুন মোবাইল আনা যাবে, এটা কোন ধরণের আইন?
দেশের আত্মীয়-স্বজনের জন্য একাধিক মোবাইল নেয়ার প্রয়োজন হতে পারে।
শ্রীলংকা, ফিলিপাইন, ভারতসহ বিভিন্ন দেশের যাত্রীরা অনেক জিনিস নিয়ে যেতে পারেন বিনা শুল্কে।
কিন্তু বাংলাদেশীরা পারেন না। এই আইন পরিবর্তন করে পাঁচটি পুরাতন ও পাঁচটি নতুন মোবাইল বিনা শুল্কে বিদেশ থেকে আনার সুযোগ দেয়া হোক’।