ঢাকা: নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে এটি সাময়িক। যদিও এয়ারলাইনসটি একেবারে বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন আছে।
শুক্রবার অর্থাৎ ২ মে থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইট চলাচলের এই বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যদি ফ্লাইট ঠিক কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করেনি নভোএয়ারের কেউ।
উল্লেখযোগ্য যে, নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।যাত্রী সংকটের জন্যে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিশেষ করে অর্থ সংকটে বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এয়ারলাইন্সটি।