ঢাকা: বাংলার আকাশে আবারো ডানা মেলতে চলেছে নভোএয়ার ২১ মে থেকে তাদের সকল কার্যক্রম শুরু হতে যাচ্ছে।নভোএয়ার আগামী বুধবার থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছে। এবার ছাড় আছে টিকিটে। টিকিটের মূল্যে ১৫% ছাড় আছে।
উল্লেখযোগ্য যে, গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। তবে ফের তা চালু হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি। ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।”
প্রসঙ্গত, যাত্রীরাও অনেক খুশি এই খবরে। নভোএয়ার অভ্যন্তরীণ ছয়টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গন্তব্যগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর। আর আন্তর্জাতিক পথে ঢাকা-কলকাতা ফ্লাইট পরিচালনা করলেও বর্তমানে সেটা বন্ধ।