ঢাকা: পেঁয়াজের দামে চোখের পানি বেরিয়ে আসছে ক্রেতাদের। এমন অবস্থা চলছে দেশের বাজারে।

দেশের বাজারে ক্রমান্বয়ে পেঁয়াজের দাম বাড়তে থাকায় তৈরি হয়েছে অস্থিরতা। আর পেঁয়াজের দাম বাড়লে বাংলাদেশের জনগণের কী অবস্থা হয়, তা তো আমরা জানি। আগেও দেখেছি এমন দৃশ্য। পেঁয়াজ ছাড়া চলবেই না।

মাত্র কয়েকদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম দ্বিগুণ হওয়ায় নানা প্রশ্ন তুলছেন সাধারণ ক্রেতারা।

রাজধানীর একাধিক বাজারে দেখা গেছে, খুচরা পর্যায়ে বুধবার মান ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর পাইকারি বাজারে তার মূল্য ৯৫ থেকে ১০৫ টাকা।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়ায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

পেঁয়াজের দাম গেল সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিন কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।

রাজধানীর গুদারাঘাট কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ী রিপন মিয়া বলছেন, ‘গতকাল বেচছি ১০০ টাকা, আজ মান ভেদে ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজার থেকে যে দামে আমরা কিনতে পারি সেভাবেই তো বিক্রি করব। দাম কয়দিনের মধ্যেই বাড়ছে।’

ভারতের পেঁয়াজ না আসায় দেশে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজশাহীর পাইকারি ব্যবসায়ী এবং পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের আইপি বা আমদানি অনুমতি অনেকদিন ধরে বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে।

আর যোগান না বাড়লে পেঁয়াজের দাম আরো বাড়তে পারে।

এদিকে, কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে পিঁয়াজের কোনো ঘাটতি নেই। তাই আমদানি করার কোনো প্রশ্নই আসে না। তা ছাড়া নভেম্বর মাসেই বাজারে নতুন পিঁয়াজ বাজারে আসবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *