ঢাকা: বিদেশ থেকে সোনার বার আনার নতুন নিয়ম। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ব্যাগেজ রুলে বলা হয়েছে, এখন থেকে কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় সোনা আনতে পারবেন না।
দশ ভরি বা ১১৭ গ্রামের স্বর্ণবার বছরে একবার মাত্র বিদেশ থেকে আনা যাবে শুল্ক দিয়ে।
এছাড়া অলংকার শুল্ক ছাড়া ১০০ গ্রাম বিদেশ থেকে আনতে পারবেন।
উল্লেখযোগ্য যে, আগে বিদেশ থেকে আসার সময় প্রতিবার একটি করে (১১৭ গ্রাম) সোনার বার আনা যেত।
তবে ঘন ঘন দেশে স্বর্ণ আমদানিকে নিরুৎসাহিত করতে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে এই সরকার।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ব্যাগেজ রুলে পরিষ্কার বলা হয়েছে, এখন থেকে কোনো যাত্রী বছরে একবারের বেশি ব্যাগেজ রুলসের সুবিধায় সোনা আনতে পারবেন না।
মুঠোফোন আনার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।
বিধিমালা অনুযায়ী, বিদেশ থেকে আসা একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন এবং প্রতিবছর একবার একটি নতুন মুঠোফোন শুল্ক-কর পরিশোধ ছাড়া আনতে পারবেন।
প্রসঙ্গত, সোমবার, ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাতির সামনে প্রস্তাবিত বাজেট তুলে ধরেন।
এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এক ভয়াবহ বাস্তবতার নাম। জনগণ যখন জিনিসপত্রের দামের চাপে জর্জরিত, আয়-ব্যয়ের অসমতায় দিশেহারা, তখন এই বাজেট সেই দুঃখে আরও লবণ ঢেলেছে।
মধ্যবিত্তের শ্বাসরোধ হয়েই আছে, এখন আরো হবে। বিদ্যুৎ, জ্বালানি ও ভর্তুকি হ্রাসের মাধ্যমে জীবনযাত্রা ব্যয় আরও বাড়বে।