ঢাকা: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের এক্স হ্যান্ডেলে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গিয়েছে, দেশে শুরুতে দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করবে স্টারলিংক। একটি স্টারলিংক রেসিডেন্স, এবং অন্যটি রেসিডেন্স লাইট। একটিতে মাসিক খরচ পড়বে ৬ হাজার টাকা, আরেকটিতে ৪ হাজার ২০০ টাকা।সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীনভাবে ৪৭ হাজার টাকা খরচ হবে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জানিয়েছেন, স্টারলিঙ্কের এই পরিষেবা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা দেবে, রাজনৈতিক উত্তেজনার সময়ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে না।এই সেবায় কোনো স্পিড ও ডেটা লিমিট নেই।
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি অঙ্গসংস্থা হচ্ছে এই স্টারলিংক। এটি হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট সেবা দিয়ে চলেছে।