ঢাকা: বাংলাদেশের যে দিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন জঙ্গী ইউনূস সরকারের সংস্কার শুধু লাশ আর লাশ!
যেখানে সেখানে লাশ! প্যাকেটে লাশ, গাড়িতে লাশ, নদীতে লাশ, ছাদে লাশ!
রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিং থেকে দুজনের লাশ উদ্ধার! হত্যা নাকি অন্য কিছু?
ঢাকার মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা এক প্রাইভেট কারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাদের দুজনের নাম জাকির ও মিজান। দুজনেরই বয়স ৪০–এর কাছাকাছি।
সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ।
হাসপাতালের একজন কর্মকর্তা বলছেন, শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে।
গেটে কর্তব্যরত নিরপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে দুদিন ধরে গাড়িটি সেখানেই পড়ে ছিলো।
তা দুইদিন ধরে গাড়িটি পড়ে আছে নিরাপত্তা কর্মীরা কেন খোঁজ নিলেন নাশ এই সদুত্তর কেউ দেয়নি।
দেহ দেখে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে!