শরীয়তপুর: সরকারি ওষুধ পাচার করার চক্রে জড়িত হয়ে যাচ্ছে হাসপাতালের মানুষ। দুই নম্বর কাজে এরা জড়িত। দেশটা বিশৃঙ্খলায় ভরে গেছে।
শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ভ্যানে করে সরকারি ওষুধ পাচারের অভিযোগে পরিচ্ছন্নতা কর্মীসহ দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতাল চত্বর থেকে তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে- হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী টুবেল হরিজন (৩৫), ডোমের সহযোগী ইবাদুল মিয়া।
ভ্যানগাড়ি তল্লাশি করে ১৭৫ বক্সে ৮৭৫০ পিস সলবিয়ন (Solbion) ভিটামিন ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।
