ঢাকা: ঢাকার ডেমরায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বেঘোরে প্রাণ হারালেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আইইউবির শেষ বর্ষের শিক্ষার্থী ইরাম রিদওয়ান (২৬) এবং ইউআইইউর তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহসিন তপু (২৫)।
দুর্ঘটনাপ্রাপ্ত তাদের দুজনকেই দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
তবে যা হবার তাই হয়েছে।
ভোর ৫টার দিকে চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন। আধা ঘণ্টা পর ইরাম মারা যান।
ময়লাবাহী গাড়িটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।
