ঢাকা: ঢাকায় প্রবল বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমেছে। এই একটু বৃষ্টিতেই যেখানে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় জনগণকে। দিনের পর দিন এইভাবেই চলেছে।

রাজধানীতে ১২ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

আজ, বুধবার, ১ অক্টোবর আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দেখা যাচ্ছে মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, তালতলা, আগারগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে বৃষ্টিতে জল জমে গেছে।

পুরান ঢাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, উত্তরার বিভিন্ন এলাকাগুলোতেও ভারী বৃষ্টিতে পানি জমে ঝামেলার সৃষ্টি করে।

এদিকে, আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার (০৪ অক্টোবর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভূমিধসের সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *