ঢাকা: অবৈধ ইউনূস সরকার ডেভিল হান্ট শুরু করেছে। ডাকাত, খুনীদের বাঁচাতে অবৈধ সরকার প্রহসনের আশ্রয় নিলো।
ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরা হচ্ছে অথচ ডেভিলরা নিরাপদে অপকর্ম করে বেড়াচ্ছে।
৫ আগস্টের সব অপরাধীদের ছেড়ে দেয়া হল। প্রিয় বাংলাদেশ এখন ধর্ষক, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল।
এবার ঢাকার পাঁচটি থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বলা হচ্ছে তাঁরা বিভিন্ন অপরাধে জড়িত।
অভিযানে, বনানী থানা পুলিশ ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের কয়েকজন- আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
