দিনাজপুর: সড়ক দুর্ঘটনা আজকালের স্বাভাবিক খবর হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আমাদের কানে চলে আসে।

দিনে হাজারো দুর্ঘটনার শিকার হয়ে নিহত হচ্ছে মানুষ। হাজারো দুর্ঘটনার সংবাদ আমাদের কানে আসে।

এইবার দিনাজপুর সদর উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন। আহত দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বিকেল সাড়ে ৩টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান।

ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *