ঢাকা: দেশে চুরি ডাকাতি তো প্রতিদিনের ব্যাপার এখন। আর বোরখার একটা সুবিধা আছে, যে কোনো অপকর্ম অনায়াসে করা যায়!

সোনার দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে!

রাজধানীর মৌচাকে ফরচুন শপিংমলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের অভিযোগ, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোরচক্রের দুই সদস্য রীতিমতো বোরখা পরে মার্কেটে প্রবেশ করে শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন।

দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার ডিসপ্লেতে সাজানো ছিল। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। তার সাথে কিছু নগদ টাকাপয়সাও ছিল। সব চোরের দখলে।

তিনি তো বাকি দিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করে চলে গিয়েছেন। কিন্তু অঘটন যে ঘটবে তা কে জানতো?

ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, দোকানে সমস্যা হয়েছে। তিনি সাথে সাথে গিয়ে দেখেন সব লণ্ডভণ্ড। লুট হয়ে গেছে সোনা।

ঘটনার তদন্ত চলছে।

উল্লেখযোগ্য যে, দেশের বাজারে সোনার ভরি ২ লাখ টাকা পার করে গিয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সোনা ভরিতে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় বিক্রি হবে। বুধবার (৮ অক্টোবর) স্বর্ণ ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *