চট্টগ্রাম: বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিগত দিনে বেশ কিছু বিক্ষোভ সমাবেশ মিছিল এবং কর্মসূচি হয়েছে বাংলাদেশে।
বন্দরের কদর বোঝার জন্য তো ইউনূস আসেননি। তিনি এসেছেন বিক্রি করতে।
অ্যাটর্নি জেনারেল যা বললেন, তা তো আরো আশ্চর্যজনক।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা নিয়ে রিটকারীর পেছনে নাকি হুলো বিড়াল কাজ করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২৫ নভেম্বর (মঙ্গলবার) রিটের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, বন্দর নিয়ে রিটকারীর পেছনে হুলো বিড়াল বসে আছে টাকা পয়শা নিয়ে। তারা পেছনে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামনে এসে পাবলিক ইন্টারেস্টের কথা বলছেন।
উল্লেখযোগ্য যে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানি শেষে বিষয়ে আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।
