ঢাকা: হঠাৎ করেই রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মনে করা হচ্ছে, এগুলো অপকর্ম এনসিপি আর শিবিরের কাজ। যাতে আওয়ামীলীগের উপর সুকৌশলে দোষ চাপিয়ে দেয়া যায়।
১৩ তারিখকে সামনে রেখে গোপনে সুকৌশলে কাজগুলো করে যাচ্ছে।
জনগণই বলছে, আগুন দেয়া, ভাংচুর, ককটেল বিস্ফোরণ এইসব এনসিপি আর শিবিরের কাজ, জুলাই ২৪ থেকে তা দৃশ্যমান।
বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে।
তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’
