ঢাকা: আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকা সফর করেছেন।
সফররত কর্মকর্তার নাম মুফতি নূর আহমদ নূর। তিনি আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক।
উক্ত সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে বৈঠক করেছেন, এমনটাই জানতে পারা গিয়েছে।
তবে সবচেয়ে আশ্চর্যের হলো, এই সফর সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
সূত্র বলছে, গত বৃহস্পতিবার (সন্ধ্যায়) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদরাসায় মাওলানা মামুনুল হকের সঙ্গে মুফতি নূর আহমদ নূরের বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, তিনি গত এক সপ্তাহে ঢাকার বিভিন্ন মাদরাসা পরিদর্শন করেছেন।
শুধু তাই নয়, সন্দেহজনকভাবে কয়েকজন রাজনীতিবিদ এবং শিক্ষাবিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন।
মুফতি নূর আহমদ নূরের বর্তমান সফর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
