ঢাকা: দেশে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। রাজনৈতিক কারণ বলে অনেকেই মনে করছেন। এই কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। ঘটনাগুলো এত সহজ নয়।
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেখানে প্রায় ১৬ জন প্রাণ হারিয়েছেন।
হয়তো এই সংখ্যাটা আরো বেশিও। স্বজনহারার কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলো।
এরমধ্যে এবার আবার রাজধানীর ধানমন্ডি ৩২-এ একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ, বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
