ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শোক প্রকাশ করেছেন।
বেগম খালেদার সম্মানে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) পর্যন্ত ৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এক শোক বাণীতে উপাচার্য বলেন, “দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার আজীবন অবদান অবিস্মরণীয়। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দেশসেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন।”
স্থগিত পরীক্ষা কখন হবে, সে সময়সূচি পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে’।
মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর।
