গাজীপুর: বাঁচানো গেলো না কাউকেই। গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচ জনই মারা গেছেন। কাউকেই রক্ষা করা গেলো না।
১০ বছর বয়সী শিশুটিও মারা গেছে। রবিবার, ৪ মে রাত ১১টা নাগাদ রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১০ বছর বয়সী শিশু তানজিলা।তার শরীরের ৯০% পুড়ে গিয়েছিলো। যারা মারা গেছেন তাঁদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন।
ঘটনাটি মর্মান্তিক। উল্লেখযোগ্য যে, গত ২৭ এপ্রিল রাতে মোগরখাল এলাকার একটি বাড়ির রান্নাঘরে গ্যাস জমে হঠাৎই বিস্ফোরণের ঘটনাটি ঘটে যায়।সেই আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। দগ্ধ অবস্থায় পাঁচ জনকে ভর্তি করা হয় ঢাকার বার্ন ইনস্টিটিউটে। তাঁদের কারোর বয়সই বেশি না।
দগ্ধদের মধ্যে যারা ছিলেন– সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫), পারভিন আক্তারের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০), তাঁর মেয়ে তানজিলা (১০)। তাসলিমা ছিলেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।