ঢাকা: মোবাইল চুরি করে বহিষ্কার হলেন এক আনসার সদস্য।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে মোবাইল চুরি করে বের হওয়ার সময় আটক আনসার সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত আনসার সদস্যের নাম জেনারুল। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেট থেকে আনসার সদস্যকে আটক করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

৫ নভেম্বর রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্ব পালন করার সময় অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম অনৈতিক কাজে লিপ্ত হন।

বলা হয়েছে, তিনি ‘ব্যক্তিগত প্রয়োজনের কথা’ বলে পোড়া ভবনের ভেতরে ভস্মীভূত দ্রব্যাদি থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন, এই সময় ঘটনাস্থলেই হাতেনাতেই তাঁকে ধরে ফেলা হয়।

অবশেষে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *