ঢাকা: ওসমান হাদি হয়ে গেলেন বলির পাঁঠা। আর বাকি জঙ্গীরা এখন কুমিরের কান্না করছে। চোখে পানি যেন ধরেনা।
দেশে এসেছে হাদির লাশ। অবশ্য দেশ থেকে সিঙ্গাপুরে অন্তর্বর্তী সরকার নিজের মান বাড়াবার জন্য নিয়ে গিয়েছিলো। অর্থাৎ সিঙ্গাপুরে যে হাদি গেলেন অসুস্থ অবস্থায় তা দেশকে দেখানো।
যাতে নাটকের অঙ্কটা আরো বেশি সময় ধরে চালাতে পারে সরকার।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে হাদির লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।
জানা গেলো, সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁকে গোসল করানো হবে। আর বাদবাকি আনুষ্ঠানিকতা শেষে লাশ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় জানাজা হবে।
এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
তবে দীপু চন্দ্র দাসকে যে মধ্যযুগীয় কায়দায় মারা হলো, তার জন্য সরকারের কোনো কথা নেই। এইভাবে দেশ শাসন করছে ইউনুস।
