ঢাকা: ইউনূসের একটাই গুণ, মানুষ খুন। দেশে চলছে গণহারে গ্রেপ্তারি আর হত্যা।

বাংলাদেশে আজ বিচারহীনভাবে জনগণকে আক্রমণ, নির্যাতন ও খুন করা হচ্ছে। দেশে নিরাপত্তা নেই, নেই কারো মানবাধিকার রক্ষা করার দায়িত্ব, কারণ সংস্কারের নামে ইউনুস এদেশে যা খুশি তাই করতে পারে।

হিসেব যা বলছে, তার চাইতে আরো বেশি হত্যা হয়েছে। হিসেবে সবটা বলা হয় না।

চলতি বছর গত ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে হিসেবে মাসপ্রতি গড়ে প্রায় ২০টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

তবে এই খুন থেকে আরো বেশি খুন হয়েছে বলেই মনে করা হচ্ছে।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন।

পুলিশ বেশিরভাগ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে বলেও দাবি করেন তিনি।

যদিও পুলিশের কথা জনগণ বিশ্বাসে নিচ্ছে না কারণ বিশ্বাসে নেয়ার মতোও নয়।

এছাড়াও, ইউনুসের নির্দেশে কারাগারে চলছে গণহত্যা, রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মী। এগুলোর কোনো বিচার নেই, সাড়াশব্দ নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *