ঢাকা: বাংলাদেশ সৃষ্টির অপরাধে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো। স্বাধীনতার ৫৪ বছর পর আজ জাতির জনকের কন্যাকে ফাঁসির আদেশ দিয়েছে।

মাঝখানের পরিবর্তন শেষ।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায়কে প্রত্যাখ্যান করেছে ‘কার্যক্রম নিষিদ্ধ’ থাকা আওয়ামী লীগ।

ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।

তিনি বলেন, অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ অগাস্ট শুরু করে ১৭ই নভেম্বর মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে।

এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে রায় দিয়েছে।

তিনি বলেন, অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো। এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণা দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *