ঢাকা: একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাংলা শিশু সাহিত্যের প্রবাদ পুরুষ সুকুমার বড়ুয়া মারা গেছেন।

প্রায় ছয় দশকের ক্যারিয়ারে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে ঠিক আছে, পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ফাঁক, কিছু না কিছু, নদীর খেলা, চন্দনার পাঠশালা, জীবনের ভেতরে বাইরে ইত্যাদি।

ছড়াসম্রাট খ্যাত একুশে পদক প্রাপ্ত কবি ও লেখক সুকুমার বড়ুয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোকপ্রকাশ করেছে এবং বার্তা দেয়।

এবং পরলোকগত সুকুমার বড়ুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

উল্লেখ্য, সুকুমার বড়ুয়া শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংসারে রেখে গেছেন স্ত্রী, ১ ছেলে এবং ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী।

সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন।

ক্যারিয়ারের শুরুতে ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু হয় তার। ১৯৯৯ সালে স্টোরকিপার হিসেবে তিনি অবসরে যান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *