ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।‌

মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কয়েক মিনিট আগে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। এবং এই ‌একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট।

অর্থাৎ যেটা হবে- প্রত্যেক বুথে দুটি করে ব্যালট বাক্স থাকবে। ‌ভোটাররা দুটি করে ভোট দেবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *