ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
তাঁর সুস্থতা কামনায় শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি। মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পাকিস্তান থেকে ফুলের তোড়াও এসেছে।
দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সর্বশেষ গত ২৩ নভেম্বর বাসায় শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
