ঢাকা: আগামিকাল সোমবার, ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে।
আজ রবিবার বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান এই তথ্য।
তিনি জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
