ঢাকা: এইতো জুলাই যোদ্ধা! জুলাই জঙ্গীদের প্রকৃত স্বরূপ। মানুষ হত্যা, পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস, তারপর তো নিজেদের পকেট ফুলানো- এই হচ্ছে জুলাই।
অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই মেরে ঝুলিয়ে দেয়ার হুমকি! ঠিক জুলাইতে যেভাবে করা হয়েছিলো সেভাবে।
হেলমেট না পরায় মামলা দেওয়ায় সার্জেন্ট আলীকে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয় দুই যুবক। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একজনকে এক মাসের জেল ও আরেকজনকে জরিমানা করেছেন।
হুমকি মানে জঙ্গী হুমকি যাকে বলে। হুমকি দিতে গিয়ে তারা অতীতের জঙ্গী ঘটনার উল্লেখ করে বলে, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’
বুধবার (২৯ অক্টোবর) ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।
হত্যার হুমকি দেয়া অভিযুক্ত দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল-জরিমানা করেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা— রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান (মোটরসাইকেল চালক) এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম (আরোহী)।
এসি মাহবুবুরের ভাষ্য মতে, দায়িত্ব পালন করার সময় ট্রাফিক সার্জেন্ট জনাব আলী মোটরসাইকেলকে থামিয়ে হেলমেট পরে না থাকার কারণে একটি মামলা দেন।
এতে চালক ও আরোহী মিলে সার্জেন্টকে ‘অকথ্য ভাষায়’ গালিগালাজ করে।
শুধু তাই নয়, সার্জেন্টকে গত বছরের (২০২৪) ৫ অগাস্টের মত ‘মেরে ঝুলিয়ে রাখার’ হুমকিও দেয়।
আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের কারাদণ্ড এবং আরোহী মো. আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।
