ঢাকা: শিশুকে পুড়িয়ে ছাই করে দেয়া হলো। একটি ঘর জ্বলে ছাই হয়েছে কিন্তু তার চেয়েও ভয়ংকরভাবে পুড়েছে আমাদের বিবেক। পুড়ে গিয়েছে মনুষত্ব।

জনগণ আর কত সইবে? ইউনূস দেশ চালাবেন? কতদিন আর? জনগণ প্রশ্ন করছে? মানুষের আস্থা আর নেই। যারা ভেবেছিলো ৫ আগস্টের পর দেশের নতুন মুখ দেখতে পাবে তারাও বলছে, আর নয়- হাঁপিয়ে উঠেছি!

সন্ত্রাসীর অগ্নিসংযোগে পুড়ে মারা গেল এক নিষ্পাপ শিশু। যে শিশুটি জানত না রাজনীতি, জানত না শত্রুতা—জানত শুধু বেঁচে থাকার অধিকার।কোনো মতাদর্শ, কোনো রাগ, কোনো প্রতিহিংসা
একটি শিশুর প্রাণ নেওয়ার অধিকার দিতে পারে না।

এই নিষ্পাপ শিশুটির প্রাণ ফেরাতে পারবেন জঙ্গী ইউনূস?

লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামের এক বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এতে দগ্ধ হয়ে এক কন্যাশিশু নিহত হয়েছে। আহত হয়েছেন নারী ও শিশুসহ ছয়জন।

জামাত শিবিরের জঙ্গীপনা কোথায় গিয়ে পৌঁছেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এই পৈশাচিক ঘটনাটি ঘটে।

ঘটনা সম্পর্কে জানা গেছে, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনসেট ঘরের দুই দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।

আগুনে বেলাল চৌধুরীর আট বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সানজু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং একই ঘটনায় তার আরও দুই মেয়ে—সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪) গুরুতর দগ্ধ হয়। এ ছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হন।

নিহত শিশু আয়েশা আক্তার সানজু ফাইভ স্টার স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

জানা গিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *