পাবনা: বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ক্রমেই দূরত্ব বেড়েছে বাংলাদেশের। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেন বাংলাদেশকে। মনে করিয়ে দেন ১৯৭১ সালের কথা।

রীতিমতো বলেন, যত তাড়াতাড়ি তত মঙ্গল। অর্থাৎ বাংলাদেশ যত দ্রুত সম্ভব যেন ভারতের সাথে সম্পর্ক ভালো করে নেয়।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেন, ‘আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাই না। তবে, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কারণ, এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি ভূরাজনৈতিক বিষয়। যদি ফলপ্রসূ সমাধান না আসে, তাহলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে অঞ্চলে। ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন। এটাই ভালো’।

আর এর পরেই খুব সন্দেহজনকভাবে এক রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হলো দেশে।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রীন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে রাইবাকভ মাকসিম (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন।

নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজের কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ঘটনা দেখে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশের প্রাথমিকভাবে ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এই মৃত্যু যে মোটেও স্বাভাবিক নয়, তা কি আর বলে দিতে হবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *