ধানমণ্ডি: আসলে দেশটায় হচ্ছে কী? সব পৈশাচিক ঘটনায় জনগণ অস্থির! মানুষ তো প্রতিদিন মারার খবর আসছেই। ৫ আগস্টের পর নদী নালা খাল বিল সব জায়গায় প্রতিদিন কেবল লাশ আর লাশ।
আর এখন নতুন করে আরেক কাণ্ড শুরু হয়েছে। বিড়ালের চোখ উপড়ে ফেলা হচ্ছে নির্মমভাবে।
ধানমণ্ডি লেকসংলগ্ন এলাকায় কিছু বিড়ালের উপর নির্মম অত্যাচার চলছে।চোখ উপড়ানো বেশ কিছু বিড়াল দেখতে পেয়েছেন অনেকেই! এ কী আশ্চর্যজনক ঘটনা!
জনগণ অবাক হয়ে যাচ্ছে, বিড়ালের চোখ উপড়ে কী করতে চাইছে হত্যাকারী?
ক্ষোভের বশে প্রতিপক্ষকে হত্যার পর বা আগে চোখ উপড়ানোর খবর প্রায়ই পত্র পত্রিকায় প্রকাশ হয়। তবে এবার নিরীহ প্রাণী বিড়ালের চোখ উপড়ানোর খবর পাওয়া গেছে। এমন ঘটনা ঘটেছে খোদ রাজধানী ঢাকাতেই।
ধানমন্ডি এলাকার তাকওয়া জামে মসজিদের আশপাশে দুই চোখ উপড়ানো অবস্থায় চারটি বিড়াল উদ্ধার করা হয়েছে।
হয়তো এমন ঘটনা আরো ঘটছে আশেপাশে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই।
পুলিশ বলছে, বিড়ালগুলো দেখে মনে হয়েছে এগুলো কোনো বাসায় পোষা হত। চোখ উপড়ানোর পর সেগুলো কে বা কারা ফেলে গেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতেদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ বলছে, প্রাণীর চোখ উপড়ে ফেলা দণ্ডনীয় অপরাধ। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তবে আইনের যা অবস্থা এখন দেশে, তাতে মানুষ হত্যারই বিচার হয় না, মবের মুখে ঠেলে দিয়ে পুলিশ পালায়, সেখানে বিড়ালের ওপর অত্যাচারের কী বিচার হবে?
দেশের নানা প্রান্তে কুকুর-বিড়াল ইত্যাদি পথপ্রাণী এবং মেছোবিড়াল, বনবিড়াল ইত্যাদি বন্যপ্রাণী নির্বিচারে হত্যা এসবের খবর জনগণকে শঙ্কিত করে তুলছে।
এসব নির্মমতা ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় এবং প্রকৃতিকেও এক ভয়াবহ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
