চট্টগ্রাম: নতুন বছরে ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো।

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৫/২০ জন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।

যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন নেভির তরুণ কর্মকর্তা ছিলেন। তবে বাদবাকিদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় পতিত হওয়া বাস এবং ট্রাকটি উদ্ধার করা হয়েছে ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *