ঢাকা: দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন খালেদা জিয়া।
৩০ ডিসেম্বর হাসপাতালের তরফে বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পর থেকে শোকাবহ পরিবেশ দেশজুড়ে!
তারকা, গায়করা শোকপ্রকাশ করেছেন বেগম খালেদার প্রয়াণে।
শোকপ্রকাশ করলেন ‘নগরবাউল’ জেমস।
ফেসবুকে শোকপ্রকাশ করে জেমস লেখেন, “শোক ও বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের নির্বাচিত প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন- আমিন।”
খালেদার পরিবারের উদ্দেশেও সমবেদনা জানিয়েছেন শিল্পী।
অভিনেতা চঞ্চল চৌধুরী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আরেক তারকা সিয়াম আহমেদ তিনি শোকপ্রকাশ করে লিখছেন, “বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।”
অভিনেতা আরশ খান তিনিও শান্তি কামনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর।
অভিনেতা সাকিব খান লিখছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন বুধবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভার পর রাষ্ট্রীয় অতিথি ভবনটির সামনে ব্রিফিংয়ে এ কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সভায় বিশেষ আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন জানিয়ে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে, আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
“জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।”
