মাদারীপুর: বিয়েবাড়িতে গান বাজনা নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে গেলো।
ঘটনা মাদারীপুরের। রাজৈরে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
প্রায় দুই ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ঝগড়া চলতে থাকে, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিয়ে মারামারি হয়। রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর এলাকায় এই ঘটনা ঘটে।
আর এই গান নিয়ে একটি দোকান ও দুটি মোটরসাইকেল পর্যন্ত ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
