ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। এবারের যাত্রায় মোট ১৪ জন খালেদা জিয়ার সঙ্গে থাকবেন, যার মধ্যে রয়েছেন ৬ জন চিকিৎসক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার লন্ডন সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে দুই গৃহপরিচারিকা—ফাতেমা বেগম ও রুপা সিকদার—সঙ্গী হিসেবে থাকবেন।
তবে লণ্ডনে যেতে খালেদা জিয়ার কিছু দেরি হতে পারে।
শুক্রবার ভোরে তাঁকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের রওনা হওয়ার কথা থাকলেও এই সূচি ঠিক থাকছে না। দুপুর নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়তে পারে।
নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে আরেকটি পাঠাবে কাতার। সেকারণেই এই দেরি।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রাতের মধ্যেই ঢাকা এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই খালেদা জিয়াকে নিয়ে যাবে। তবে সন্ধ্যা বেলায় বিএনপি মহাসচিব এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কথা জানান।
