ঢাকা: হত্যা এখন পান্তাভাত। এক সিলিন্ডার ব্যবসায়ীকে খুন করা হলো।
রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
এই দেশ আজ খুনের দেশে পরিণত হয়েছে।
জানা গেছে, যাকে হত্যা করা হয়েছে তিনি দুই মাস ধরে সিলিন্ডারের ব্যবসা করেন।
কিন্তু আচমকা কেন তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো? প্রশাসন কী খুনীকে খুঁজে পাবে? পেলেও শায়েস্তা করবে?
শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান ‘রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই’।
তাঁকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে এই খুন।
তবে সরকার, প্রশাসনের কোনো কথাই বর্তমানে ধর্তব্য নয়। তারা দোষী লুকিয়ে যা ইচ্ছা একটা বানিয়ে বলে দিয়ে দায় সারছে।
