ঢাকা: বাংলাদেশে সাংবাদিক আনিস আলমগীর, যিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, তিনি একজন সত্যনিষ্ঠ সাংবাদিক।

সেই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেয়া হয়েছে।সাংবাদিকদের কন্ঠ চেপে ধরার ষড়যন্ত্র করছে অবৈধ সরকার ও তার প্রশাসন।

সাংবাদিক আনিস আলমগীরের অপরাধ ‘মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা।

অন্যদিকে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস বলে কথা, রাজাকারের সরকার তাদের রূপ দেখাবে না?

নিন্দা জানানোর মতো কোন ভাষা খুঁজে পাচ্ছে না জনগণ।

জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

১৪ ডিসেম্বর সন্ধ্যার পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

জানা গিয়েছে, ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা আর জানা যায়নি।

এদিকে ডিবি কার্যালয় থেকে সাংবাদিক আনিস আলমগীর মোবাইলে গণমাধ্যমকে বলেন, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

উল্লেখযোগ্য যে, আনিস আলমগীর ২০১৭ সালে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক হিসেবে নিয়োগ পান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি মানবকণ্ঠে যোগদানের আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন।

তিনি ২০০১ সালে আফগান যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় তালেবানদের হাতেও বন্দি হয়েছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *