ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ সময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭০৫ জন।
সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে ডেঙ্গু সম্পর্কে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৬ জন মারা গেছেন।
হিসেব বলছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬২ দশমিক তিন শতাংশ পুরুষ আর ৩৭ দশমিক সাত শতাংশ নারী।
পুরুষের আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।
